প্রতিষ্ঠিত হল ৪০ তম সেবা উৎসব
সুমিত, কলকাতাঃ দক্ষিন কলকাতা ক্রিয়া ও সংস্কৃতি পরিষদের আয়জনে প্রতিষ্ঠিত হল ৪০ তম সেবা উৎসব। এই উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠী। সারাবছর ধরে একাধিক সেবামুলক কাজের সাথে জরিত থাকে দক্ষিণ কলকাতার এই সংস্থা। এই সংস্থার বিভিন্ন কর্ম পদ্ধতি সম্পর্কে ভূয়সী প্রশংসা শোনা গেল রাজ্যপালের মুখে।
এই বছর প্রায় ১৫০ জন মানুষকে বিনা ব্যায়ে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছিল। কলকাতার মেডিক্যাল কলেজের সাথে যৌথ উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল।
এদিনের অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরষ্কারটি তুলে দেওয়া হয় বিখ্যাত অভিনেত্রী মিতা চট্যপাধ্যায় এবং রাকেশ হেম্মাথ সিঙ্গার হাতে। সেবা ব্রতি পুরষ্কারটি দেওয়া হয় বিশিষ্ট শিল্পপতি গৌতম রায় চৌধুরীকে। সেবাশ্রি পুরষ্কারটি দেওয়া হয় শ্রীমতী চন্দনা সেনগুপ্ত এবং বিখ্যাত নাট্য ব্যাক্তিত্ত্ব শিল্পী রুদ্র প্রসাদ সেনগুপ্তর হাতে।
এদিনের অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করেছিলেন এশিয়ান গেমসে তাসে স্বর্ণপদক প্রাপ্ত খেলোয়াড় কাচ্ছু দে সরকার ও শিবনাথ বর্ধন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রিয়াবিদ মধু কুমারি, অনুশ্রি ঘোষ এবং মোহনা দে।